প্রতিষ্ঠানের ইতিহাস
দাউদপুর বানাইল আলিম মাদরাসাটি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটি দাতা মরহুম আক্তার হোসেন সাহেবের প্রচেষ্টা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ০৩-০৩-১৯৫৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৬১ ইং সনে দাখিল ও ০১-০৭-১৯৭১ ইং সনে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে। এ যাবত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইসলাম তথা দেশ ও জাতির খেদমত আনজাম দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এলাকার একমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষক কর্মচারী ও প্রায় ৭০০জন শিক্ষার্থী আছে।
সভাপতির বাণী
সমস্ত প্রসংশা মহান রাব্বুল আলামিনের জন্য , যিনি আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন । যিনি ঘোষণা দিয়েছেন " তিনি রহমান , যিনি কোরআন শিক্ষা দিয়েছেন " । তিনি আরও ঘোষণা দিয়েছন - " যারা জানে আর যারা জানেনা , তারা কী সমান ? " অসংখ্য দরূদ ও সালাম সইয়্যেদুল মুরছালীন হযরত রাসুল করীম (সাঃ) এর উপর , যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক হিসাবে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন । তিনি বলেছেন- " আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি " । শিক্ষা জাতির মেরুদন্ড , জাতির উন্নতি ও অগ্রগতির সোপান । যে জাতি যত বেশি শিক্ষিত , সে জাতি তত বেশি উন্নত । আর নিশ্চয় তা হতে হবে সুশিক্ষা । তথা দ্বীনের শিক্ষা । দ্বীন বিহীন শিক্ষা অশিক্ষারই নামান্তর । সুশিক্ষা মানুষকে সঠিক পথ দেখায় , সুপথে পরিচালিত করে , মানুষের জন্য উভয় জগতের শান্তি , কল্যাণ , উন্নতি ও প্রগতি বয়ে আনে । এমনি প্রগতি , উন্নতশীল , সুশিক্ষিত মানুষ প্রজন্ম কেন্দ্রই দাউদপুর বানাইল আলিম মাদরাসা । অত্র প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৬০ ইং সনে দাখিল ও ০১-০৭-১৯৭১ ইং সনে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে । এ যাবতকাল পর্যন্ত ইসলাম তথা দেশ ও জাতির খেদমত আনজাম দিয়ে আসছে । আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর কল্যাণ ও মঙ্গল কামনা করি এবং আল্লাহ পাকের পবিত্র দরবারে প্রার্থনা করি , তিনি যেন এই প্রতিষ্ঠানটিকে উছিলা করে আমাকে ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা সাহায্য , সহযোগিতা করে ও শ্রম দিয়ে আসছেন সবাইকে ইহকালীন ও পরকালীন মুক্তি দান করেন ।
অধ্যক্ষের বানী
সমস্ত প্রসংশা মহান রাব্বুল আলামিনের জন্য , যিনি আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন । যিনি ঘোষণা দিয়েছেন " তিনি রহমান , যিনি কোরআন শিক্ষা দিয়েছেন " । তিনি আরও ঘোষণা দিয়েছন - " যারা জানে আর যারা জানেনা , তারা কী সমান ? " অসংখ্য দরূদ ও সালাম সইয়্যেদুল মুরছালীন হযরত রাসুল করীম (সাঃ) এর উপর , যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক হিসাবে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন । তিনি বলেছেন- " আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি " । শিক্ষা জাতির মেরুদন্ড , জাতির উন্নতি ও অগ্রগতির সোপান । যে জাতি যত বেশি শিক্ষিত , সে জাতি তত বেশি উন্নত । আর নিশ্চয় তা হতে হবে সুশিক্ষা । তথা দ্বীনের শিক্ষা । দ্বীন বিহীন শিক্ষা অশিক্ষারই নামান্তর । সুশিক্ষা মানুষকে সঠিক পথ দেখায় , সুপথে পরিচালিত করে , মানুষের জন্য উভয় জগতের শান্তি , কল্যাণ , উন্নতি ও প্রগতি বয়ে আনে । এমনি প্রগতি , উন্নতশীল , সুশিক্ষিত মানুষ প্রজন্ম কেন্দ্রই দাউদপুর বানাইল আলিম মাদরাসা । অত্র প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৬০ ইং সনে দাখিল ও ০১-০৭-১৯৭১ ইং সনে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে । এ যাবতকাল পর্যন্ত ইসলাম তথা দেশ ও জাতির খেদমত আনজাম দিয়ে আসছে । আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর কল্যাণ ও মঙ্গল কামনা করি এবং আল্লাহ পাকের পবিত্র দরবারে প্রার্থনা করি , তিনি যেন এই প্রতিষ্ঠানটিকে উছিলা করে আমাকে ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা সাহায্য , সহযোগিতা করে ও শ্রম দিয়ে আসছেন সবাইকে ইহকালীন ও পরকালীন মুক্তি দান করেন ।