
দাউদপুর বানাইল সিনিয়র মাদরাসাটি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটি দাতা মরহুম আক্তার হোসেন সাহেবের প্রচেষ্টা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ০৩-০৩-১৯৫৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৬১ ইং সনে দাখিল ও ০১-০৭-১৯৭১ ইং সনে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে। এ যাবত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইসলাম তথা দেশ ও জাতির খেদমত আনজাম দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এলাকার একমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষক কর্মচারী ও প্রায় ৫০০জন শিক্ষার্থী আছে।
প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি
প্রতিষ্ঠানের বর্তমান স্বীকৃতি
শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর
তথ্য
এই প্রতিষ্ঠানে কোন শাখা নেই

পাঠাদান সংক্রান্ত তথ্য
(রুটিন, পাঠ্যসূচি বিবিধ)
বর্তমান এমপিও
দাউদপুর বানাইল আলিম মাদ্রাসা
পোস্ট- বানাইল, উপজেলা- তাড়াইল, জেলা- কিশোরগঞ্জ ।
মোবাইল- ০১৭০৯৯০৬৫৯৪,
০১৯১৯৮৭৮৬১২.
ইমেইল- dbam299@gmail.com
সরাসরি
কিশোরগঞ্জ থেকে নান্দাইল চৌরাস্তা
নান্দাইল চৌরাস্তা থেকে পুরুড়া চৌরাস্তা
পুরুড়া চৌরাস্তা থেকে দাউদপুর বানাইল আলিম মাদ্রাসা
তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা
ও মোবাইল নম্বর
অভিযোগ নিস্পত্তি কর্মকর্তার
নাম ও ঠিকানা
শিক্ষক-কর্মচারীর তথ্য
বর্তমান কমিটি
প্রতিষ্ঠানে কোন বিষয় নেই
কম্পিউটার ল্যাব নেই
বিসিসি ল্যাব নেই
অন্যান্য ল্যাব নেই
মাল্টিমিডিয়া ক্লাস রুম ১টি আছে।
প্রজেক্টর আছে ২টি ।
প্রতিষ্ঠানের ১ম এমপিও
প্রতিষ্ঠানের ১ম স্বীকৃতি ১৯৯৮ বন্যার পানিতে নষ্ট হয়েছে ।
সিলেবাস-২০২৫ (মাধ্যমিক)
সিলেবাস-২০২৫ (উচ্চমাধ্যমিক)