দাউদপুর বানাইল সিনিয়র মাদরাসাটি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠানটি দাতা মরহুম আক্তার হোসেন সাহেবের প্রচেষ্টা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ০৩-০৩-১৯৫৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৬১ ইং সনে দাখিল ও ০১-০৭-১৯৭১ ইং সনে আলিম হিসেবে স্বীকৃতি লাভ করে। এ যাবত পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইসলাম তথা দেশ ও জাতির খেদমত আনজাম দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি এলাকার একমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষক কর্মচারী ও প্রায় ৫০০জন শিক্ষার্থী আছে।
কমিটির মেয়াদঃ
২০-০৪-২০২৪ ইং
হইতে
১৯-০৪-২০২৬ ইং
স্বীকৃতি মেয়াদঃ
০১-০৭-২০২৩ ইং হইতে ৩০-০৬-২০২৫ ইং পর্যন্ত
এই প্রতিষ্ঠানে কোন শাখা চালু নেই ।
এই প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব নেই ...
প্রতিষ্ঠানের ১ম এমপিও
প্রতিষ্ঠানের শেষ (বর্তমান) এমপিও
শিক্ষক-কর্মচারী প্যাঠান
সিলেবাস
ক্লাস রুটিন-২০২৩